Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > ধাঁধা > ধাঁধা পর্ব ৩

ধাঁধা পর্ব ৩


সারাহ জেবীন

(৪১)ঘষা দিলে মিটে আশা
নইলে পরে সব নিরাশা

উত্তরঃ দিয়াশলাই

(৪২)মাসে মাসে আসে যায়
দিনে খায় না, রাতে খায়

উত্তরঃ রোজা

(৪৩)কালো গাছের তলে
কালো হরিণ চলে

উত্তরঃ উকুন

(৪৪)জমি সাদা বীজ কালো যায় বহুদুর।
তার বচনে মনটি হয় যেন মধুর চেয়ে মধুর

উত্তরঃ চিঠি

(৪৫)হাত নাই পা নাই পেটটা কেবল সার
সারা জনমে একবার করেছে আহার

উত্তরঃ বালিশ

(৪৬)অর্থের লোভ তার যত পারে নেয়। |
আবার চাইলে সব অর্থ ফেরত দেয়

উত্তরঃ ব্যাংক

(৪৭) ছোট ছোট গাছখানি তার কত ফল ধরে একটা যদি খায় তবে আহা-উহু করে।

উত্তরঃ বোম্বাই মরিচ।

(৪৮) আমারও নাই, তোমারও নাই, আমরা কে তা বোঝ নাই

উত্তরঃ মানুষ।

(৪৯) হাত পা তার ইটের সমান অতি পুরু ছাল, পেটে দিলে তাকে বাড়ে অনেক মান

উত্তরঃ গম গাছ।

(৫০) এই পাড়ে খাগড়া ওই পাড়ে খাগড়া কখনও মিলেমিশে কখনও বা ঝগড়া

উত্তরঃ চোখের পাতা।

(৫১) আট পা আঠারো হাঁটু জাল ফেলিয়া মরা ঠেঁটু শুকনায় ফেলিয়া জাল গাছে উঠিয়া নিল ফাল

উত্তরঃ মাকড়শা।

(৫২) বিনা দুধে হইছে দই এমন কুমার পাব কই।

উত্তরঃ চুন।

(৫৩) লাঠির মত গাছে সোনার ফল নাচে।

উত্তরঃ ভুট্টা গাছ।

(৫৪)উপর থেকে পরলো বুড়ি হাত-পা তার আঠার কুঁড়ি।

উত্তরঃ কেল্লা।

(৫৫) উঠান ঠন ঠন, বাড়িতে নাই খাই বস্তুর বাকল নাই।

উত্তরঃ লবণ।

(৫৬) এ পাড়ে বুড়ি মরল ও পারে গন্ধ ছাড়ল।

উত্তরঃ কাঁঠাল।

(৫৭) ঝাপাট জঙ্গল খেকে বের হলো সাপ ডিম পাড়ে কাপ কাপ।

উত্তরঃ বেতফুল।

(৫৮) থাল ঝনঝন, থাল ঝনঝন থাল নিল চোরে, বৃন্দাবনে লাগলো আগুন কে নিভাইতে পারে।

উত্তরঃ রোদ।

(৫৯) বৃক্ষ এক হইছে যে মাঠের উপর ডালে ডালে পুষ্প তার, ফুটিছে বিস্তর যৌবনকালেতে তারে সর্বলোকে খায়, হেমন্তে জন্ম তার, বসন্তে মরে যায়।

উত্তরঃ সরিষা ফুল।

(৬০) এই দেখলাম এই নাই কী বলব সবই রাজার ঠাঁয়।

উত্তরঃ বিদ্যুৎ।


বিবিধ >> ধাঁধা