Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > তোমার মায়ের মৃত্যু-সংবাদ শুনে

তোমার মায়ের মৃত্যু-সংবাদ শুনে


অসীম তরফদার

আকাশের বুকে আজ পুঞ্জিভূত মেঘ-
চারপাশে দমবন্ধ করা কেমন এক অদ্ভুত গুমোট;
থেমে থেমে আকাশের কান্না-
মিশে যাচ্ছে কালিগঙ্গার জলে ! চেয়ে দেখ নিপা-
তোমার মায়ের মৃত্যুর খবরে পুরো নগর আজ স্তব্ধ;
শোকে কাতর- সিক্ত এ পথ, বৃষ্টি ভেজা ওই বৃক্ষের সারি,
নদী, জল, ফুল, পাখি, মেঘলা আকাশ!

তোমার ভেতরের শূন্যতা আমি বুঝতে পারি, নিপা;
অনুভব করতে পারি তোমার অন্তর্গত বেদনা !
সাগর বক্ষে ঘনীভূত "আম্ফান" মহাশক্তি নিয়ে 
যে প্রবল ঝড়ের বেগে আজ আসছে ধেয়ে; আর
সাগরের জলে তুলছে যে সুউচ্চ ঢেউ;
তারও চেয়ে প্রচন্ডতর কোনো এক বেদনার ঢেউ আজ
তলিয়ে নিয়ে যাচ্ছে তোমার সমুদয় পৃথিবী !

আমার কৈশোর আর যৌবনের স্মৃতিতে তিনি অমলিন;
সে সব ছাপিয়ে সাম্প্রতিক সময়ে তার কিছু স্মৃতি,
আন্তরিক আলাপন আর অকৃপণ স্নেহের কথা
তোমাকে জানবার সুযোগ হয়নি, নিপা।
আমাদের মাঝে ভৌগোলিক দূরত্ব যতই থাকুক
তোমার জন্ম-জন্মান্তরের এক প্রকৃত শুভাকাঙ্খী ভেবেই
আমার প্রতি তার আলাদা একটা টান, সে আমি বুঝি !

প্রকৃতির নিয়মে সকলেই একদিন চলে যায়; চলে যেতে হয়;
প্রত্যেককেই একদিন মুখোমুখি হতে হয় এ মহা সত্যের !
মা-কে হারানোর শূন্যতা মহাশূন্যের মতোই অসীম ! 
নিপা, তোমাকে স্বান্ত্বনা দেবার কোনো ভাষা নেই আজ
কিংবা কোনো সমবেদনা; আজ উদার চিত্তে শুধু এ প্রার্থনা-
তার এ অন্তিম যাত্রা শান্তিময় হোক !


সাহিত্য >> কবিতা