Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > তোমার নিঃসঙ্গতায় আমি

তোমার নিঃসঙ্গতায় আমি


অসীম তরফদার

রাত্রির নির্জনতায়
নিজেকে খুব একা
ভাবো যদি তুমি-
নিজের হৃদয়টাতে
ভালো করে খুঁজে দেখো
সেখানেই রয়েছি আমি।

কোনো হীনমন্যতা নয়
নয় কোনো দীর্ঘ নিঃশ্বাস;
আমার হৃদয়ে আছো তুমি-
শুধু এইটুকু রেখো বিশ্বাস।

স্বর্গের বাগান থেকে নয়
হৃদয়-অরন্য হতে এই
গোলাপ দিলাম আমি;
একাকীত্বের প্রাচীর ভেঙে
বেরিয়ে এসে দ্যাখো
আজ আর একা নও তুমি।

আজকের নিবিড় ছোঁয়া
আর উজার অন্তরঙ্গতা
মুছে দিক তোমার
যাবতীয় নিঃসঙ্গতা।


সাহিত্য >> কবিতা