Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > এলে অবেলায়

এলে অবেলায়


অসীম তরফদার


: এলেই যদি আরও আগে কেন এলে না?
এলে অবেলায়!
একদিন তরুণ প্রভাতে চোখ আটকে গেল
পথের ধারে ফুটে থাকা নীল অপরাজিতায়;
তুলবার আশায় হাত বাড়ালাম;
তুমিও এগিয়ে এলে; তারপর হঠাৎ কি হল?


: উৎসুক পথিকের মায়াবী চোখে চোখ পড়তেই-
আমিও উচ্ছ্বসিত মুগ্ধতায় স্বপ্ন দেখলাম। 
সহসা রুদ্র ঝড়ে আঁধার হলো চারিদিক;
দিক্ভ্রান্ত হয়ে আঁধারে হাতড়ে বেড়াই-
পথ ভুল করে চলে যাই অন্য বাগানে।
সেই থেকে এক শব্দহীন যান্ত্রণায় পুড়ে মরি।
আজ এক যুগ ব্যবধানে-
কতবার ভেবেছি, না হয় হারিয়েই গেছি,
পথিকতো একবার খোঁজ নিতে পারত।

: সত্যি ভাবতে! চাইতে খোঁজ রাখি?
অথচ আমি মিছেই ভেবেছি, তুমি চাওনা !

: আর কেউ না জানুক, আমি জানি- কী হারিয়েছি!
হয়ত যোগাযোগ নেই, মনের গভীরে টানতো রয়ে গেছে।
তুমিও কি ভুলতে পেরেছো নীল অপরাজিতাকে !

: সত্যি, কি বিচিত্র আমাদের মন!
একদিন যে মন হারিয়েছি নীল অপরাজিতায় 
আজও তা পারিনি ফেরাতে।
যদিও অনেকগুলো দিন কেটে গেছে,
পাপড়ি গুলো হয়েছে ম্লান, গন্ধ গিয়েছে শুকিয়ে; তবু
তাকে পাবার বাসনায় আজও বেঁচে আছি।

: তুমিতো ভালোবাসা দিয়ে ধরে রাখলে না,
অধিকার নিয়ে রাখলে না বেঁধে?

: যদি বুঝতাম, চাও আমাকে এতটাই-
ভাগ্যের বিরুদ্ধে লড়তে হলেও হারাতাম না কিছুতেই।

: আজ একবার কাছে টেনে নাও।
মাথায় রাখো হাত; শুধু সিক্ত কর প্রেমে।
না হোক মিলন সমাজ সংসারে,
থাকুক অটুট বাঁধন হৃদয়ে হৃদয়ে;
প্রত্যাশা শুধু পরজনমে অনন্ত মিলনের।


সাহিত্য >> কবিতা