Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে

বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে


শাহ আব্দুল করিম

ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে,

বন্দে মায়া লাগাইছে,

পিরিতি শিখাইছে,

দেওয়ানা বানাইছে,

কী যাদু করিয়া বন্দে, মায়া লাগাইছে।   (২)

.

বসে ভাবি নিরালায়,

আগে তো জানি নাই বন্দের পিরিতের জ্বালা,

হায়রে ইটের ভাটায় দিয়া কয়লা

আগুন লাগাইছে,

হায়রে ইটের ভাটায় দিয়া কয়লা

আগুন জ্বালাইছে.

দেওয়ানা বানাইছে,

কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।    (২)

.

বাউল আব্দুল করিম গায়,

ভূলিতে পারি না আমার মনে যারে চায়,

হয়রে কূলনাশা পিরীতের নেশায়

কূলমান গেছে,

হায়রে কূলনাশা পিরীতের নেশায়

কূলমান গেছে,

দেওয়ানা বানাইছে,

কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে,

কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।    (২)

.

ও বন্দে মায়া লাগাইছে, পিরীতি শিখাইছে,

আমায় মায়া লাগাইছে, পিরীতি শিখাইছে,

দেওয়ানা বানাইছে,

কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।

কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।

কী যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে।


সাহিত্য >> গান / লিরিক্স