Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > মায়াবী জোৎস্নায় অবগাহন

মায়াবী জোৎস্নায় অবগাহন


অসীম তরফদার

গতকাল ভরা ভাদরের পূর্ণিমা রাতে 

কোজাগরী চাঁদ নেমে এসেছিলো আমার জানালায় !

তার অপার্থিব রূপের মুগ্ধতায় আর

স্বপ্নিল স্পর্শের এক সুমহান সুখের আবেশে

সারা রাত অবগাহন করেছি সেই মায়াবী জোৎস্নায় !

মধুর সেই স্পর্শের শিহরণে একবার

স্বপ্নের সিঁড়ি বেয়ে পৌঁছে গেছি চাঁদের পাহাড়ে; তারপর

জোৎস্নার ঢালু বেয়ে নেমে গেছি হ্রদের কিনারে। 

স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি কোনো এক ভিন্ন সত্ত্বায়

মহুয়ার ঘ্রানে বুঁদ হয়ে হঠাৎ ডুবে যাই হ্রদের গভীরে !

শক্ত খোলসের ভেতর অজস্র রহস্যের পর্দা সরিয়ে

সেই আরাধ্য মুক্তো খুঁজে পেতেই 

স্বপ্ন রাজ্য হতে ফিরে আসি নিজের কুটিরে -

চারিদিকে তখনও থৈ থৈ জোৎস্না !

 

আহা জোৎস্না ! অপরূপা মায়াবী জোৎস্না,

আমি বার বার তোমার মাঝে

ভিজে ভিজে ডুবে যেতে চাই, আর 

ডুবে ডুবে মরে যেতে চাই !


সাহিত্য >> কবিতা