Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > একটি প্রেমের কবিতা

একটি প্রেমের কবিতা


অসীম তরফদার

কি চমৎকার ভাবেই মিলে গিয়েছিলো প্রায় সব কিছু !
আমাদের জীবন-বোধ, রুচি, পছন্দ, স্বপ্ন, বিশ্বাস
ছোটোখাটো ইচ্ছে, শখ-আহ্লাদ কিংবা গুরুতর দর্শন !
গল্প কথার মাঝে যখনই মিলিত হতো দুই জোড়া চোখ
তখনই কয়েক মুহূর্তের জন্য থমকে যেত পৃথিবী !
থমকে যেত সময় আর চঞ্চল হতো হৃদস্পন্দন;
সারা শরীর শিহরিত হতো এক স্বর্গীয় অনুভবে !

আমরা একে-অন্যের জীবনের অংশীদার হতে চেয়েছিলাম;
চেয়েছিলাম হংস-মিথুন হয়ে ভেসে বেড়াতে, জন্ম-জন্মান্তর;
হাজারো রঙে রাঙাতে চেয়েছিলাম প্রতিটি বিবর্ণ মুহূর্ত!
দুজনের মিলিত রং আর তুলির আঁচড়ে 
সাদা ক্যানভাসে আঁকতে চেয়েছিলাম এক অনবদ্য স্বপ্ন!
যুগল প্রয়াসে আমাদের যৌথ বাগানে
ফোটাতে চেয়েছিলাম এক অনিন্দ্য সুন্দর গোলাপ !
ধূসর ডাইরির পাতায় লিখতে চেয়েছিলাম শুধুমাত্র 
একটি প্রেমের কবিতা, এক স্বর্গীয় প্রেমের উপাখ্যান !

অসংখ্য চাওয়ার মতো এই চাওয়া গুলিও হয়তো
থেকে যেত অপূর্ণ; তবু না হয় সেই
অপূর্ণতার বিষাদ ভুলে একই গ্রহের দুই প্রান্তে 
দুজন কাটিয়ে দিতে পারতাম এই একটা জীবন-
এক মুঠো সোনালী রোদ্দুরের আশায়! কিন্তু 
কি এক অজানা অভিমানে এক নিমেষে
হ্যাঁচকা টানে ছিঁড়ে ফেললে
এতদিন আগলে রাখা সম্পর্কের সুতো;
নিজেকে দাঁড় করালে প্রতিপক্ষ রূপে !

জীবনের টুকরো টুকরো গল্প, বিন্দু বিন্দু ভালোবাসা,
মনের গহীনে লালিত স্বপ্ন, খুনসুটি, খেয়ালিপনা আর
অন্তর্গত আবেগ মাখা মধুর স্মৃতি ভুলে কেনো চলে গেলে?
আপাত এই দূরত্ব ঘুচিয়ে ফিরে এসো আবার,
ফিরে এসো পুরাতন সম্পর্কের নতুন মোহনায় !


সাহিত্য >> কবিতা