Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > নিঃসঙ্গতার কথামালা

নিঃসঙ্গতার কথামালা


আনোয়ারুল্লাহ ভূইঁয়া 

নিঃসঙ্গ আকাশে উড়িয়েছি 

সঙ্গীহীন ঘুড়ি 

খোঁজে ফিরি গোটানো সুতো 

লাটাইর ভাঁজে ভাঁজে, 

আকাশহীন আকাশে 

খোঁজে ফিরি 

মায়া ভরা কার্পাশ ফুল। । 

 

হাত বাড়িয়ে দিই 

দিয়েছো যদি অফুরন্ত প্রাণ 

তবে কেন বেদনায় নীল 

অর্গলে ফোটা মাধবী লতা  । ।

 

আশাহীন তারকারা 

হারিয়েছে পথ 

মেঘভরা আকাশে 

বিষন্ন ঘুম চোখে ও প্রাণে 

তবে কি আমিও মৃত 

অরণ্যের গহীনে মৃত নিরবের মতোই।


সাহিত্য >> কবিতা