Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > ধাঁধা > ধাঁধা পর্ব ২

ধাঁধা পর্ব ২


সারাহ জেবীন

(২১)পদ্মা নদীর গভীর পানি, কোন প্রাণীর হাঁটু পানি?

উত্তরঃ হাঁস

(২২)আল বেয়ে যায় সাপ ফিরে ফিরে চায় বাপ।

উত্তরঃ সুঁই-সুতো।

(২৩)হাতি নয় ঘোড়া নয়, মোটা মোটা পা তরু নয়, লতা নয়, ফুলে ভরা গা।

উত্তরঃ পালঙ্ক।

(২৪)উড়তে পাখি উনুর ঝুনুর বসতে পাখি ধন্দা আহার করতে যায় পাখি হাত থাকে তার বান্ধা।

উত্তরঃ জাল।

(২৫)দুই অক্ষরের নাম যার প্রসিদ্ধ একটি গাছ নামটি উল্টে দিলে পুঁতি চারাগাছ।

উত্তরঃ বটগাছ।

(২৬)একটুখানি পুষ্পরিনী টলমল করে, একটুখানি কুটা পাড়লে সর্বনাশ করে।

উত্তরঃ চোখ।

(২৭)অলি অলি পাখিগুলি গলি গলি যায়, সর্ব অঙ্গ ছেড়ে দিয়ে চোখ খুবলে খায়।

উত্তরঃ ধোঁয়া।

(২৮)হাতে আছে, হাতে নাই হাত বাড়ালে পাবি কই।

উত্তরঃ কনুই।

(২৯)একটুখানি ঘরে চুনকাম করে

উত্তরঃ ডিম।

(৩০)আাঁধার পুকুর, গড়ান মাঠ, বত্রিশ কলাগাছ, একখানি পাট।

উত্তরঃ দাঁত ও জিহবা।

(৩১)কিভাবে একটি বাচ্চা একটি বিশতলা বিল্ডিং থেকে মাটিতে পরেও জীবিত থাকতে পারে?

উত্তরঃ বাচ্চাটি নিচতলার জানালা দিয়ে পরেছে।

(৩২)একটি ঝুড়িতে ছয়টি ডিম আছে।ছয়জন মানুষ প্রত্যেকে একটি করে ডিম নিয়ে গেল।কিন্তু ঝুড়িতে একটি ডিম এখন ও অবশিষ্ট আছে।এটা কিভাবে হয়?

উত্তরঃ শেষ জন শেষ ডিমটি সহ-ই ঝুড়িটি নিয়ে গিয়েছিল।

(৩৩)প্রথম অক্ষর দিলে বাদ, সর্ব লোক খায়
মাঝের অক্ষর বাদ দিলে, বাজনা বাজায়

উত্তরঃ বিছানা

(৩৪)চামড়া সুন্দর কুমড়ার বাখল
না খায় সাধু গেরানে (ঘ্রাণে) পাগল

উত্তরঃ তাল

(৩৫)আমি থাকি খালে, তুমি থাক ডালে
আখেরের দিনে মইত একখানে

উত্তরঃ মাছ ও মরিচ

(৩৬)আল্লার কি কুদরত
লাঠির ভিতর শরবত

উত্তরঃ ইক্ষু

(৩৭)হাত নাই পাও নাই দেশে দেশে ঘুরে
তার অভাব হলে লোকে অনাহারে মরে

উত্তরঃ মুদ্রা

(৩৮)নহি আমি গাছ তবু শাখা আছে মোর
সব সময় থাকি আমি মাথার উপর

উত্তরঃ হরিণের শিং

(৩৯)তিন অক্ষরে নাম যার আছে এশিয়াতে,
প্রথম অক্ষর বাদ দিলে বড় ঝাল খেতে

উত্তরঃ শ্রীলংকা

(৪০)এক হাত গাছটা
ফুল ধরে পাচটা

উত্তরঃ হাতের আঙ্গুল


বিবিধ >> ধাঁধা